
রাজধানীর বিমানবন্দর স্টেশনে রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১:৫০ মিনিটের দিকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ডগ স্কোয়াডসহ পরিচালিত এই অভিযানটি অপারেশন বনলতা নামে পরিচিত।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্রের সঠিক পরিমাণ এখনও জানানো হয়নি। তবে রেলওয়ে পুলিশের সূত্র অনুযায়ী, ব্যাগ থেকে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং সপ্তাহের সকল দিন (শুক্রবার বাদে) ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 

























