
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে সশস্ত্র সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করা ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে তারা হত্যা করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করলে তাদের মোকাবিলা করা হয়।
ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে।
চলতি মাসের শুরুতেই দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষের পর তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে নতুন এই সহিংসতায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, আলোচনার পথ ব্যর্থ হলে ইসলামাবাদের সামনে “সরাসরি যুদ্ধ” ছাড়া বিকল্প থাকবে না।
অন্যদিকে, আফগান তালেবান সরকার এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পূর্বে তারা আফগান ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংকট দ্রুত সমাধানে তিনি উদ্যোগ নেবেন।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 




























