ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

চীন সাগরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে উভয় দুর্ঘটনার ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর সিএনএনের।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার (২৬ অক্টোবর) বিমানবাহী রণতরী ইউএসএস নিমিত্জ থেকে নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় এমএইচ–৬০আর সিহক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর আধা ঘণ্টা পর একই রণতরী থেকে উড্ডয়ন করা এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানটিও দুর্ঘটনায় পড়ে।

দুই ঘটনাতেই ক্রুরা নিরাপদে উদ্ধার হয়েছেন বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ সাগরের কিছু অংশের মালিকানা দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র সেখানে আঞ্চলিক অংশীদারদের সমর্থনে এবং বেইজিংয়ের দাবির বিরুদ্ধে টহল অব্যাহত রেখেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবীতে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ

চীন সাগরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০৫:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে উভয় দুর্ঘটনার ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর সিএনএনের।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার (২৬ অক্টোবর) বিমানবাহী রণতরী ইউএসএস নিমিত্জ থেকে নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় এমএইচ–৬০আর সিহক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর আধা ঘণ্টা পর একই রণতরী থেকে উড্ডয়ন করা এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানটিও দুর্ঘটনায় পড়ে।

দুই ঘটনাতেই ক্রুরা নিরাপদে উদ্ধার হয়েছেন বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ সাগরের কিছু অংশের মালিকানা দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র সেখানে আঞ্চলিক অংশীদারদের সমর্থনে এবং বেইজিংয়ের দাবির বিরুদ্ধে টহল অব্যাহত রেখেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।