
নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব-১১, সিপিসি-৩ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৪) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গতকাল রাতে বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর তপাদার বাজার সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।
তিনি জানান,ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন জহির। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল বাসটি তল্লাশি করে তাকে আটক করে।
তল্লাশির সময় তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ১০টি ছোট প্যাকেটে বিশেষভাবে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, জহির দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দুই জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সাইফুল ইসলাম/নোয়াখালী, প্রতিনিধি/নিউজ টুঢে 























