ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা, স্থগিত লন্ডনগামী ফ্লাইট

ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সিলেট-লন্ডন ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বোর্ডিং ব্রিজটি বিমানটির ইঞ্জিনে আঘাত হানে। এ কারণে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলস্বরূপ, বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে সেই বিমানে যাত্রীদের লন্ডনে পাঠানো হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আরও জানান, ২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর আগ মুহূর্তে ঘটনাটি ঘটে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প বিমান আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুপুর আড়াইটায় সেটি লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা, স্থগিত লন্ডনগামী ফ্লাইট

আপডেট সময় : ০২:১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সিলেট-লন্ডন ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বোর্ডিং ব্রিজটি বিমানটির ইঞ্জিনে আঘাত হানে। এ কারণে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলস্বরূপ, বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে সেই বিমানে যাত্রীদের লন্ডনে পাঠানো হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আরও জানান, ২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর আগ মুহূর্তে ঘটনাটি ঘটে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প বিমান আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুপুর আড়াইটায় সেটি লন্ডনের উদ্দেশে রওনা দেবে।