ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

নদীতে ভেসে আসা ট্যাংকে ভারতীয় নাগরিক, সীমান্তে বিজিবির হাতে আটক

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে অভিনব কৌশলে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় বিজিবির ১৭ ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করেন। আটক ব্যক্তি হলেন বীরেশ্বর দাশগুপ্ত (৪৫), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশগুপ্তের ছেলে।

বসন্তপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক জানান, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের মধ্যে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ভেসে তিনি নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান।

স্থানীয়রা ট্যাংকটি নদীতে ভেসে যেতে দেখে সন্দেহজনক মনে করলে কাছে গিয়ে ভেতরে একজন মানুষ থাকা দেখে তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানায়, ট্যাংকের চারপাশে পাঁচ লিটার খালি পানির বোতল বেঁধে ভাসমান রাখা হয়েছিল। এছাড়া ভিতরে বাতাস চলাচলের জন্য ছিদ্র এবং লগি-বৈঠা রাখা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীরেশ্বর অসংলগ্ন কথা বলায় তার বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, এ ধরনের কৌশল ব্যবহার করে সীমান্তে মাদক বা অস্ত্র পাচার হতে পারে।

বীরেশ্বরকে কালীগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে মামলার প্রক্রিয়া শুরু করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নদীতে ভেসে আসা ট্যাংকে ভারতীয় নাগরিক, সীমান্তে বিজিবির হাতে আটক

আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে অভিনব কৌশলে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় বিজিবির ১৭ ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করেন। আটক ব্যক্তি হলেন বীরেশ্বর দাশগুপ্ত (৪৫), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশগুপ্তের ছেলে।

বসন্তপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক জানান, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের মধ্যে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ভেসে তিনি নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান।

স্থানীয়রা ট্যাংকটি নদীতে ভেসে যেতে দেখে সন্দেহজনক মনে করলে কাছে গিয়ে ভেতরে একজন মানুষ থাকা দেখে তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানায়, ট্যাংকের চারপাশে পাঁচ লিটার খালি পানির বোতল বেঁধে ভাসমান রাখা হয়েছিল। এছাড়া ভিতরে বাতাস চলাচলের জন্য ছিদ্র এবং লগি-বৈঠা রাখা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীরেশ্বর অসংলগ্ন কথা বলায় তার বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, এ ধরনের কৌশল ব্যবহার করে সীমান্তে মাদক বা অস্ত্র পাচার হতে পারে।

বীরেশ্বরকে কালীগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে মামলার প্রক্রিয়া শুরু করেছেন।