ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

পটুয়াখালীর জৈনকাঠীতে ছুরিকাঘাতে নিহত অটোরিকশাচালক

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ খান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত গভীরে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়ি ফেরেন মোশারফ। খাওয়া-দাওয়ার পর নিজ কক্ষে ঘুমানোর সময় পাশের ঘরে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের দেয়াল কেটে ঘরে প্রবেশ করে।

শাহনাজ ও মালা চিৎকার করলে মোশারফ দৌড়ে গিয়ে তাদের রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, “যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

পটুয়াখালীর জৈনকাঠীতে ছুরিকাঘাতে নিহত অটোরিকশাচালক

আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ খান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত গভীরে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়ি ফেরেন মোশারফ। খাওয়া-দাওয়ার পর নিজ কক্ষে ঘুমানোর সময় পাশের ঘরে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের দেয়াল কেটে ঘরে প্রবেশ করে।

শাহনাজ ও মালা চিৎকার করলে মোশারফ দৌড়ে গিয়ে তাদের রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, “যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।