
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি অভিযোগ করেন, কিছু ইসরায়েলি নেতা যুদ্ধবিরতির আড়ালে নতুন সহিংসতার পরিকল্পনা করছেন।
আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সারা বিশ্বের সামনে যে অন্যায় চলছে, সেটি রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, গাজায় স্থায়ী শান্তি বজায় রাখতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলতে হবে।
অপরদিকে সাখনা জানান, গাজার মানবিক অবস্থা অত্যন্ত নাজুক, তাই ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা ছাড়া উপায় নেই। তিনি উল্লেখ করেন, এস্তোনিয়া জাতিসংঘের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাবের প্রতি সমর্থন জানাচ্ছে এবং ইউএনআরডব্লিউএয়ের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে।
ফিদান আরও সরাসরি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা শুরু করার অজুহাত খুঁজছেন। তুরস্ক এই মুহূর্তে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 






















