ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

খুলনায় হাত-পা বাঁধা যুবক নদী থেকে উদ্ধার

খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে পাইকগাছা থানার এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা শিবসা নদীর চরে যুবককে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করা জরুরি বলে মনে করছেন তারা।

পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ এই ঘটনা তদন্ত করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

খুলনায় হাত-পা বাঁধা যুবক নদী থেকে উদ্ধার

আপডেট সময় : ০২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে পাইকগাছা থানার এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা শিবসা নদীর চরে যুবককে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করা জরুরি বলে মনে করছেন তারা।

পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ এই ঘটনা তদন্ত করছে।