ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

কোয়েটার আকাশে রহস্যময় মেঘ, গোপন সামরিক পরীক্ষার জল্পনা

পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত আকৃতির একটি মেঘ দেখা যায়, যা দেখে অনেকে ধারণা করছেন, দেশটি গোপনে কোনো শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি-র এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলে, পাকিস্তান কি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কি না, তিনি বলেন, “এ ধরনের বিষয় জনসমক্ষে আলোচনা করা ঠিক নয়। গোপনভাবে এ বিষয়ে জানা ভালো।”

ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা তৈরি করে। অনেকেই সামাজিকমাধ্যমে দাবি করেছেন, এটি কোনো সামরিক পরীক্ষার ফল।

তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে। এক পোস্টে তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেনটিকুলার মেঘ, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে তৈরি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার মেঘ হলো লেন্স আকৃতির মেঘ, যা স্থির বাতাসের মধ্যে পাহাড়ের ওপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে প্রাকৃতিক ঘটনা বলে ব্যাখ্যা দিলেও, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া জনমনে আবারও সন্দেহ সৃষ্টি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের পেছনে কি প্রকৃতির খেলা, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা হয়েছে এটাই এখন জনমনের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে শফিক তুহিনের হৃদয়স্পর্শী গান

কোয়েটার আকাশে রহস্যময় মেঘ, গোপন সামরিক পরীক্ষার জল্পনা

আপডেট সময় : ০৩:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত আকৃতির একটি মেঘ দেখা যায়, যা দেখে অনেকে ধারণা করছেন, দেশটি গোপনে কোনো শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি-র এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলে, পাকিস্তান কি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কি না, তিনি বলেন, “এ ধরনের বিষয় জনসমক্ষে আলোচনা করা ঠিক নয়। গোপনভাবে এ বিষয়ে জানা ভালো।”

ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা তৈরি করে। অনেকেই সামাজিকমাধ্যমে দাবি করেছেন, এটি কোনো সামরিক পরীক্ষার ফল।

তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে। এক পোস্টে তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেনটিকুলার মেঘ, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে তৈরি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার মেঘ হলো লেন্স আকৃতির মেঘ, যা স্থির বাতাসের মধ্যে পাহাড়ের ওপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে প্রাকৃতিক ঘটনা বলে ব্যাখ্যা দিলেও, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া জনমনে আবারও সন্দেহ সৃষ্টি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের পেছনে কি প্রকৃতির খেলা, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা হয়েছে এটাই এখন জনমনের কৌতূহলের কেন্দ্রবিন্দু।