
ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে এমন হুঁশিয়ারি দিয়েছেন আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল ফারাহ। মেহের নিউজের এক প্রতিবেদনে সোমবার (০৩ নভেম্বর) এই তথ্য জানানো হয়।
ফারাহ বলেন, ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি কেবল আগ্রাসনকে বৈধতা দেওয়ার কৌশল; ভয় দেখিয়ে কাউকে রোধ করা যায় তবে এগুলোর জবাবে প্রতিটি মঞ্চে সমানভাবে মোকাবিলা করা হবে। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইয়েমেন কাগজে-কলম বা ভিন্ন ধরনের ফাঁকি-প্রচার নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। প্রতিটি শত্রুভাবাপন্ন কার্যক্রমকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে এমনভাবে মোকাবিলা করা হবে যাতে তা ঐ শত্রু-সত্তার জন্য কেবল সামান্য ক্ষতি নয়, বরং ইতিহাস ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে।
ফারাহ আরও বলেন, আনসারুল্লাহ উপলব্ধি করেছে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা ও প্রতিপক্ষকে দমন সেজন্যই তারা হুমকির অপেক্ষা ছাড়াই প্রতিরোধ প্রদর্শনে প্রস্তুত। প্রতি আগ্রাসনের জন্য কড়া মূল্য দাবি করা হবে এটাই তাদের বার্তা।
গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেন সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তাদের অভিযান ইসরায়েল ও এর অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানায় তুলেছে; ফলে এসব জাহাজগুলোকে ভিন্ন পথ নিতে হয়েছে। ফলত জ্বালানি খরচ বেড়েছে এবং পরিবহনে অতিরিক্ত সময় লাগছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 
























