
পরীক্ষামূলক চালনার সময় দুর্ঘটনায় পড়েছে ভারতের মুম্বাইয়ের একটি নতুন মনোরেল ট্রেনের খালি কোচ। এতে কোচটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকালে মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। পরীক্ষামূলক চলাচলের সময় মনোরেলের খালি কোচটি হঠাৎ লাইনচ্যুত হয়ে একটি বিমে ধাক্কা দেয়। এতে ট্রেনের ক্যাপ্টেনসহ তিন কর্মী আহত হন এবং কোচের সামনের অংশ মারাত্মকভাবে বিকৃত হয়।
দুর্ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। তবে মনোরেল পরিচালনাকারী সংস্থা মহা মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (এমএমএমওসিএল) ঘটনাটিকে “সামান্য” বলে দাবি করেছে এবং জানিয়েছে কেউ গুরুতর আহত হয়নি। যদিও বেসরকারি সূত্রে জানা যায়, আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সকাল ৯টার দিকে ওয়াডালা ডিপোর বাইরে ট্র্যাক ক্রসওভার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। সাদা রঙের নতুন মনোরেল ট্রেনটি ওই সময় রুট পরিদর্শনের জন্য চলাচল করছিল। বিমে আঘাতের পর কোচটির সামনের অংশ ওপরে উঠে যায় এবং পেছনের অংশ হেলে পড়ে। পরে ভারী ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত কোচটি ট্র্যাক থেকে সরানো হয়।
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রেনটির নিচের গিয়ার, কাপলিং, বগি ও চাকায় থাকা কভারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের ভেতরে ছয়জন কর্মী ছিলেন।
আহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে তারা হলেন সোয়েল প্যাটেল (২৭), বুধাজি পারাব (২৬) এবং ভি. জগদীশ (২৮)। তিনজনই মাথা ও হাতে আঘাত পান এবং হাসপাতালে ভর্তি হন।
এনডিটিভির তথ্যমতে, ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে ওয়াডালা ডিপো থেকে সন্ত গাডগে মহারাজ চৌক পর্যন্ত পরিদর্শনমূলক চালনার জন্য বের হয়। কিন্তু প্ল্যাটফর্ম ছাড়ার কিছুক্ষণ পরই গাইড বিম সুইচ হঠাৎ দিক পরিবর্তন করায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে বিমে আঘাত করে।
পরিবহন বিশ্লেষক এ. ভি. শেনয় জানান, নতুন মনোরেল ট্রেনগুলোতে কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামানোর কথা। তিনি বলেন, ভবিষ্যতে চালকবিহীন মনোরেল চালুর পরিকল্পনা থাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি।
এ বিষয়ে এমএমএমওসিএল জানায়, পরীক্ষামূলক চলাচল সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ও নিয়ম মেনে পরিচালিত হচ্ছিল। তারা আরও বলে, এ ধরনের ঘটনা নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই বিবেচিত হয়।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























