ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতা নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমর ফারুক (৩৫), রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে ও ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক, এবং ফরিদুল ইসলাম (৩০), একই গ্রামের আকবর আলীর ছেলে ও একই ওয়ার্ড কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতা মোটরসাইকেলে উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওমর ফারুককে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে তারা এখনও অবগত নন, খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতা নিহত

আপডেট সময় : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমর ফারুক (৩৫), রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে ও ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক, এবং ফরিদুল ইসলাম (৩০), একই গ্রামের আকবর আলীর ছেলে ও একই ওয়ার্ড কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতা মোটরসাইকেলে উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওমর ফারুককে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে তারা এখনও অবগত নন, খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।