
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত গোর্ডন ফিনলে, যিনি একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি, হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।
ঘটনার পর ওভাল অফিসের চিকিৎসকরা তাকে তৎক্ষণাৎ চিকিৎসা দেন এবং অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে বৈঠক আবার শুরু হয়ে স্বাভাবিকভাবে শেষ হয়। প্রেস সেক্রেটারি ক্যারোলি লেভেট জানিয়েছেন, ফিনলের শারীরিক অবস্থা বর্তমানে ভালো এবং তার খোঁজ রাখা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, এলি লিলি কোম্পানির সিইও ডেভিড রিকস কথা বলছেন, আর পাশে দাঁড়ানো ফিনলে ৩০ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ট্রাম্প নিজের আসন থেকে উঠে কিছুক্ষণ তার দিকে তাকান।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ওষুধ কোম্পানিগুলোকে ওষুধের দাম কমানোর নির্দেশনা দেওয়া। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























