ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

মসজিদে হামলা পরিকল্পনার অভিযোগে সৌদিতে দুই জনের মৃত্যুদণ্ড

সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগে দুজন সৌদি নাগরিকের ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির শাসনকর্তা সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা কেবল মসজিদেই হামলার পরিকল্পনা করেননি, তারা নিরাপত্তা বাহিনী এবং তাদের অবকাঠামোর ওপরও হামলার পরিকল্পনা করেছিল। তবে হামলার ঠিক স্থান ও সময় প্রকাশ করা হয়নি।

সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার (৯ নভেম্বর) ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদিতে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভও অনুমোদিত নয়। এসব নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তি দেয়ার বিধান রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদিতে মৃত্যুদণ্ড দেওয়া এবং তা কার্যকর করার হার তুলনামূলকভাবে বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মসজিদে হামলা পরিকল্পনার অভিযোগে সৌদিতে দুই জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগে দুজন সৌদি নাগরিকের ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির শাসনকর্তা সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা কেবল মসজিদেই হামলার পরিকল্পনা করেননি, তারা নিরাপত্তা বাহিনী এবং তাদের অবকাঠামোর ওপরও হামলার পরিকল্পনা করেছিল। তবে হামলার ঠিক স্থান ও সময় প্রকাশ করা হয়নি।

সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার (৯ নভেম্বর) ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদিতে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভও অনুমোদিত নয়। এসব নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তি দেয়ার বিধান রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদিতে মৃত্যুদণ্ড দেওয়া এবং তা কার্যকর করার হার তুলনামূলকভাবে বেশি।