
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সিলাকাপ জেলার মাজেনাং এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত দুজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস সিবেউনিং, সিবাদুয়ুত ও তারাকান গ্রামের বেশ কয়েকটি বাড়ির ওপর ধসে পড়ে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে ভূমিধস শুরু হয় এবং শুক্রবার ভোর পর্যন্ত উদ্ধারকর্মীরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেন।
ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১২টি বাড়ি। সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, অস্থিতিশীল ভূমির কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও যৌথ উদ্ধার দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, কারণ শুক্রবার থেকে রোববার পর্যন্ত এলাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, যা দ্বিতীয় দফা ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























