ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে অ্যাঙ্গোলার বিপক্ষে

মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় অ্যাঙ্গোলার সঙ্গে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনার কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, শুরুর একাদশে থাকবেন লিওনেল মেসি। তবে দলের অনেক তারকা খেলতে পারছেন না। বিশ্রামে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, হাঁটুর চোটে নেই এনজো ফার্নান্দেজ। এছাড়া হলুদ জ্বরের টিকা না নেওয়ায় দলের বাইরে রয়েছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জিলিয়ানো সিমিওনে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দুর্দান্ত ছন্দ দেখিয়েছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আ্যঙ্গোলা ম্যাচের জন্য স্পেনে প্রস্তুতি ক্যাম্প করেছে দল। সম্ভাব্য একাদশ: জেরোনিমো রুলি, হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো/নিকোলাস পাজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে অ্যাঙ্গোলার বিপক্ষে

আপডেট সময় : ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় অ্যাঙ্গোলার সঙ্গে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনার কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, শুরুর একাদশে থাকবেন লিওনেল মেসি। তবে দলের অনেক তারকা খেলতে পারছেন না। বিশ্রামে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, হাঁটুর চোটে নেই এনজো ফার্নান্দেজ। এছাড়া হলুদ জ্বরের টিকা না নেওয়ায় দলের বাইরে রয়েছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জিলিয়ানো সিমিওনে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দুর্দান্ত ছন্দ দেখিয়েছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আ্যঙ্গোলা ম্যাচের জন্য স্পেনে প্রস্তুতি ক্যাম্প করেছে দল। সম্ভাব্য একাদশ: জেরোনিমো রুলি, হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো/নিকোলাস পাজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা।