ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চৌহালীতে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদা আদায় করার সময় ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার দুর্গম চরাঞ্চল ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর মাঝ যমুনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঘোড়জান ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), স্বল্পমূল্যের চালের ডিলার আল আমিন (২৪), এবং নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)। তারা সবাই ঘোড়জান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনায় ইজারা নেওয়া মহাল থেকে উত্তোলিত বালু বাল্কহেডে করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এ সুযোগে একটি চক্র নিয়মিত এসব বাল্কহেড থেকে চাঁদা আদায় করত। চাঁদা না দিলে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, বাল্কহেড চলাচল বন্ধ করে দেওয়া এবং শারীরিকভাবে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। বিশেষ করে মুরাদপুর ও রেহাই কাউলিয়া এলাকায় প্রায় প্রতিদিনই এই চাঁদাবাজির ঘটনা ঘটত।

চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ বলেন, “শনিবার সকালে যমুনা নদীতে আমাদের বিশেষ অভিযান চলছিল। এ সময় খবর পাই বাল্কহেড থেকে চাঁদা নেওয়া হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাল্কহেডের ওপর থেকে চারজনকে আটক করি। পরে ট্রলার নিয়ে পালানোর সময় আরও ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রলার ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চৌহালীতে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ

আপডেট সময় : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদা আদায় করার সময় ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার দুর্গম চরাঞ্চল ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর মাঝ যমুনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঘোড়জান ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), স্বল্পমূল্যের চালের ডিলার আল আমিন (২৪), এবং নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)। তারা সবাই ঘোড়জান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনায় ইজারা নেওয়া মহাল থেকে উত্তোলিত বালু বাল্কহেডে করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এ সুযোগে একটি চক্র নিয়মিত এসব বাল্কহেড থেকে চাঁদা আদায় করত। চাঁদা না দিলে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, বাল্কহেড চলাচল বন্ধ করে দেওয়া এবং শারীরিকভাবে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। বিশেষ করে মুরাদপুর ও রেহাই কাউলিয়া এলাকায় প্রায় প্রতিদিনই এই চাঁদাবাজির ঘটনা ঘটত।

চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ বলেন, “শনিবার সকালে যমুনা নদীতে আমাদের বিশেষ অভিযান চলছিল। এ সময় খবর পাই বাল্কহেড থেকে চাঁদা নেওয়া হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাল্কহেডের ওপর থেকে চারজনকে আটক করি। পরে ট্রলার নিয়ে পালানোর সময় আরও ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রলার ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।”