ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের ডিসি মাহাবুবুল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন, মোহাম্মদ মোরশেদ (৩৫) এবং মোহাম্মদ খাগির ওরফে গরু ছাগির (৪৬)।

গোয়েন্দা পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

ডিসি মাহাবুবুল আলম খান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হালিশহর থানায় মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের ডিসি মাহাবুবুল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন, মোহাম্মদ মোরশেদ (৩৫) এবং মোহাম্মদ খাগির ওরফে গরু ছাগির (৪৬)।

গোয়েন্দা পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

ডিসি মাহাবুবুল আলম খান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হালিশহর থানায় মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।