ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

রুবাবা দৌলা নারীদের প্রধান, নারী ক্রিকেটে বিসিবির নতুন নেতৃত্ব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন প্রধান হয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেটকে ঘিরে চলা বিতর্কের মাঝেও বোর্ডের একমাত্র নারী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পান। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন ও নতুন নিয়োগের তথ্য প্রকাশ করেছে।

গত ৬ জুনের বিসিবি নির্বাচনের পর翌দিন ২৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। তখন রুবাবা পরিচালক ছিলেন না। চলতি মাসের ৩ তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে মনোনীত হন। এবার সাবেক পরিচালক আবদুর রাজ্জাকের জায়গায় নারী বিভাগের দায়িত্বও তিনি পেয়েছেন।

এছাড়া, রাজ্জাককে একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তিনি এখন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্বও পালন করবেন। এর আগে এইচপি প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যাকে নতুন করে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

নারী বিভাগের দায়িত্বের দায়িত্বকাল আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই সামলাতেন। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্বও তার কাছে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রুবাবা দৌলা নারীদের প্রধান, নারী ক্রিকেটে বিসিবির নতুন নেতৃত্ব

আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন প্রধান হয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেটকে ঘিরে চলা বিতর্কের মাঝেও বোর্ডের একমাত্র নারী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পান। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন ও নতুন নিয়োগের তথ্য প্রকাশ করেছে।

গত ৬ জুনের বিসিবি নির্বাচনের পর翌দিন ২৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। তখন রুবাবা পরিচালক ছিলেন না। চলতি মাসের ৩ তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে মনোনীত হন। এবার সাবেক পরিচালক আবদুর রাজ্জাকের জায়গায় নারী বিভাগের দায়িত্বও তিনি পেয়েছেন।

এছাড়া, রাজ্জাককে একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তিনি এখন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্বও পালন করবেন। এর আগে এইচপি প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যাকে নতুন করে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

নারী বিভাগের দায়িত্বের দায়িত্বকাল আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই সামলাতেন। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্বও তার কাছে থাকবে।