ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সৌদি আরব এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পারমাণবিক প্রকল্প ও এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউস এই চুক্তি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী বহু-বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে, যেখানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয় কঠোরভাবে মানা হবে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর আওতায় ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ওপর বিশ্বাস রাখে।

সাত বছর পর হোয়াইট হাউসে সফরকারী যুবরাজ ও ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। যুবরাজ ডিনারে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, আজকের দিনটি আমাদের সম্পর্কের ইতিহাসে বিশেষ দিন।

তিনি আরও বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা বিস্তৃত, এবং নতুন চুক্তিগুলো দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে থাকার আহ্বান জানিয়েছেন এবং ডিনারে ঘোষণা করেছেন, সৌদি আরবকে নাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সৌদি আরব এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে যুক্তরাষ্ট্র থেকে

আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পারমাণবিক প্রকল্প ও এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউস এই চুক্তি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী বহু-বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে, যেখানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয় কঠোরভাবে মানা হবে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর আওতায় ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ওপর বিশ্বাস রাখে।

সাত বছর পর হোয়াইট হাউসে সফরকারী যুবরাজ ও ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। যুবরাজ ডিনারে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, আজকের দিনটি আমাদের সম্পর্কের ইতিহাসে বিশেষ দিন।

তিনি আরও বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা বিস্তৃত, এবং নতুন চুক্তিগুলো দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে থাকার আহ্বান জানিয়েছেন এবং ডিনারে ঘোষণা করেছেন, সৌদি আরবকে নাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।