পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তাররা হলেন বগুড়ার সদরের মানিকচরের মো. হাসান (১৮), নামুজা গ্রামের রাজিব (২০), ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১) ও চাদিনা দক্ষিণপাড়া এলাকার সোহেল শেখ (৩২)। তারা মঙ্গলবার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরে একটি আলুভর্তি ট্রাকে এসে পরিত্যক্ত দোকান ঘরের সামনে ওই নারীর ওপর এ শারীরিক নির্যাতন চালায়।
স্থানীয়রা ও স্থলবন্দর নিরাপত্তাকর্মীরা ঘটনা লক্ষ্য করলে তেঁতুলিয়া মডেল থানাকে খবর দেয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদুজ্জামান জানান, চার অভিযুক্তকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা চলছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























