ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

রাশিয়া ভারতের জন্য খুলছে এসইউ-৫৭ স্টেলথ ফাইটারের সম্পূর্ণ প্রযুক্তি

রাশিয়া ভারতের জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি উন্মুক্ত করছে। রুশ রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সার্গেই চেমেজভ জানিয়েছেন, পুতিনের ভারত সফরের আগে মস্কো দিল্লিকে সীমাহীন প্রবেশাধিকার দেবে এসইউ-৫৭ স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে। প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি বিমান সরবরাহ করা হবে, পরে ধাপে ধাপে ভারতের অভ্যন্তরীণ উৎপাদনে স্থানান্তর করা হবে।

চেমেজভ আরও জানিয়েছেন, ভারত একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার এসইউ-৭৫ চেকমেটও পেতে পারে। এর মাধ্যমে ভারত পশ্চিমা দেশগুলো যে উন্নত সামরিক প্রযুক্তি ভাগ করতে অস্বীকার করেছে, তার অনেক ক্ষমতা অর্জন করে স্বতন্ত্রভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে পারবে।

দুবাই এয়ার শো ২০২৫-এ চেমেজভ বলেন, ভারতের যে কোনো প্রযুক্তিগত চাওয়াই মস্কোর কাছে গ্রহণযোগ্য। ভারত ইতিমধ্যেই এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ও এসইউ-৫৭ বিষয়ে অনুরোধ করলে, মস্কো তা নিশ্চিত করবে। রোসোবোরোনেক্সপোর্টের কর্মকর্তা জানান, মস্কো লাইসেন্স উৎপাদন ও ভারতীয় সংযোজনের সুবিধা দিচ্ছে। প্রযুক্তি স্থানান্তরে থাকবে ইঞ্জিন, অপটিক্স, রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম-সিগনেচার প্রযুক্তি এবং আধুনিক বিমান অস্ত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রাশিয়া ভারতের জন্য খুলছে এসইউ-৫৭ স্টেলথ ফাইটারের সম্পূর্ণ প্রযুক্তি

আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

রাশিয়া ভারতের জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি উন্মুক্ত করছে। রুশ রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সার্গেই চেমেজভ জানিয়েছেন, পুতিনের ভারত সফরের আগে মস্কো দিল্লিকে সীমাহীন প্রবেশাধিকার দেবে এসইউ-৫৭ স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে। প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি বিমান সরবরাহ করা হবে, পরে ধাপে ধাপে ভারতের অভ্যন্তরীণ উৎপাদনে স্থানান্তর করা হবে।

চেমেজভ আরও জানিয়েছেন, ভারত একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার এসইউ-৭৫ চেকমেটও পেতে পারে। এর মাধ্যমে ভারত পশ্চিমা দেশগুলো যে উন্নত সামরিক প্রযুক্তি ভাগ করতে অস্বীকার করেছে, তার অনেক ক্ষমতা অর্জন করে স্বতন্ত্রভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে পারবে।

দুবাই এয়ার শো ২০২৫-এ চেমেজভ বলেন, ভারতের যে কোনো প্রযুক্তিগত চাওয়াই মস্কোর কাছে গ্রহণযোগ্য। ভারত ইতিমধ্যেই এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ও এসইউ-৫৭ বিষয়ে অনুরোধ করলে, মস্কো তা নিশ্চিত করবে। রোসোবোরোনেক্সপোর্টের কর্মকর্তা জানান, মস্কো লাইসেন্স উৎপাদন ও ভারতীয় সংযোজনের সুবিধা দিচ্ছে। প্রযুক্তি স্থানান্তরে থাকবে ইঞ্জিন, অপটিক্স, রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম-সিগনেচার প্রযুক্তি এবং আধুনিক বিমান অস্ত্র।