ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ডা. শফিকুলকে হুমকি ও প্রমাণ চুরি, ত্রিশালে অভিযানে চারজন আটক

ত্রিশাল উপজেলায় হানি ট্র্যাপের ফাঁদে এক চিকিৎসককে আটকে রেখে মারধর ও তিন লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল মোল্লা, সোনালী আক্তার, রাজনা আক্তার ও আমিরন।

ঘটনা ঘটে ত্রিশাল পৌরসভার উজানপাড়ার একটি ভাড়া ফ্ল্যাটে। অভিযোগ অনুযায়ী, ফেক ফেসবুক আইডি ব্যবহার করে আসামি তানিয়া আক্তার চিকিৎসক ডা. শফিকুল ইসলামের সঙ্গে পরিচয় করেন। পরবর্তীতে ডাকে ফ্ল্যাটে নিয়ে আসার সময় অন্যান্য আসামিরা হঠাৎ প্রবেশ করে তাকে ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে দুই নারীর উপস্থিতিতে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে, এরপর ১০ লাখ টাকা দাবি করে হুমকি দেয়।

ভীতিকর পরিস্থিতিতে চিকিৎসক প্রথমে নিজের কাছে থাকা ২২ হাজার ৫০০ টাকা দেন। এরপর পরিবার ও আত্মীয়দের মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। টাকা নেওয়ার পরও হত্যা হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, অভিযানের মাধ্যমে চারজনকে গ্রেপ্তার করা হয়। ৫৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়, পাশাপাশি আসামিদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ডা. শফিকুলকে হুমকি ও প্রমাণ চুরি, ত্রিশালে অভিযানে চারজন আটক

আপডেট সময় : ০১:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ত্রিশাল উপজেলায় হানি ট্র্যাপের ফাঁদে এক চিকিৎসককে আটকে রেখে মারধর ও তিন লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল মোল্লা, সোনালী আক্তার, রাজনা আক্তার ও আমিরন।

ঘটনা ঘটে ত্রিশাল পৌরসভার উজানপাড়ার একটি ভাড়া ফ্ল্যাটে। অভিযোগ অনুযায়ী, ফেক ফেসবুক আইডি ব্যবহার করে আসামি তানিয়া আক্তার চিকিৎসক ডা. শফিকুল ইসলামের সঙ্গে পরিচয় করেন। পরবর্তীতে ডাকে ফ্ল্যাটে নিয়ে আসার সময় অন্যান্য আসামিরা হঠাৎ প্রবেশ করে তাকে ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে দুই নারীর উপস্থিতিতে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে, এরপর ১০ লাখ টাকা দাবি করে হুমকি দেয়।

ভীতিকর পরিস্থিতিতে চিকিৎসক প্রথমে নিজের কাছে থাকা ২২ হাজার ৫০০ টাকা দেন। এরপর পরিবার ও আত্মীয়দের মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। টাকা নেওয়ার পরও হত্যা হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, অভিযানের মাধ্যমে চারজনকে গ্রেপ্তার করা হয়। ৫৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়, পাশাপাশি আসামিদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।