
ভারতের দিল্লি আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সোমবার সকাল ১০টা ৪ মিনিটে, আইকিউএয়ারের সূচকে দিল্লির বায়ুদূষণের স্কোর ছিল ৪৪১—যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ের নির্দেশক। ঢাকার স্কোর ২২০, অর্থাৎ রাজধানীর বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এর পরে রয়েছে কলকাতা, আর চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর।
বিশেষজ্ঞরা জানান—স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর আর ৩০১-এর ওপরে গেলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
নিজস্ব/নিউজ টুডে 

























