হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নগরীর দমকল বিভাগ জানিয়েছে, সরকারি আবাসিক এই কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলেই ৫১ জন মারা গেছেন। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। এছাড়া একজন দমকলকর্মীও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের উত্তরাঞ্চলের তা পো এলাকায় ওয়াং ফুক কোর্ট নামের এই বহুতল আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। বৃহস্পতিবার সকালে পর্যন্ত ভবনগুলো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, এবং অনেক জায়গায় ছোট ছোট আগুনের শিখাও দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, কমপ্লেক্সের চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি আগুন নেভাতে তাদের সারাদিন সময় লাগতে পারে। ওয়াং ফুক কমপ্লেক্সের আটটি ভবনের মধ্যে চারটি সম্পূর্ণ পুড়ে গেছে, এবং আরও তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আগুন লাগার পর থেকে অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার আগে অনেকে নিরাপদে ভবন ত্যাগ করতে পেরেছিলেন। কেউ কেউ রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করছিলেন এবং ভোরে নিজের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে এসেছেন।
আগুন কোথা থেকে বা কী কারণে শুরু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অভিযোগ, এ ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক এবং একজন প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























