ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ঢাকা–করাচি রুটে সপ্তাহে ৩ ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ

ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির বরাতে জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) দেশটির ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের এক পর্যায়ে তিনি দ্য নিউজকে এই বিষয়ে অবহিত করেন।

বাংলাদেশ–পাকিস্তান সরাসরি আকাশপথে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।”

ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ–পাকিস্তান রুট পরিচালিত হবে কি না—এ প্রশ্নে তিনি জানান, ভারতীয় প্লেন যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, ঠিক তেমনিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ভারতের ওপর দিয়ে উড়তে পারবে।

জিও টিভি আরও জানায়, ভারত পাকিস্তানি প্লেনের জন্য তাদের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা এখনো বহাল। ফলে এই মুহূর্তে পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের ঢাকায় ফ্লাইট চালুর সম্ভাবনা খুব কম।

পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ ও সহযোগিতার বিরাট সম্ভাবনা থাকলেও সীমিত প্রবেশাধিকার, সীমান্ত জটিলতা এবং আঞ্চলিক রাজনীতি এসব সম্ভাবনার পথে বড় বাধা হয়ে আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ঢাকা–করাচি রুটে সপ্তাহে ৩ ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির বরাতে জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) দেশটির ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের এক পর্যায়ে তিনি দ্য নিউজকে এই বিষয়ে অবহিত করেন।

বাংলাদেশ–পাকিস্তান সরাসরি আকাশপথে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।”

ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ–পাকিস্তান রুট পরিচালিত হবে কি না—এ প্রশ্নে তিনি জানান, ভারতীয় প্লেন যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, ঠিক তেমনিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ভারতের ওপর দিয়ে উড়তে পারবে।

জিও টিভি আরও জানায়, ভারত পাকিস্তানি প্লেনের জন্য তাদের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা এখনো বহাল। ফলে এই মুহূর্তে পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের ঢাকায় ফ্লাইট চালুর সম্ভাবনা খুব কম।

পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ ও সহযোগিতার বিরাট সম্ভাবনা থাকলেও সীমিত প্রবেশাধিকার, সীমান্ত জটিলতা এবং আঞ্চলিক রাজনীতি এসব সম্ভাবনার পথে বড় বাধা হয়ে আছে।