
ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্য গোয়ার বাগা বিচে অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১২টার পর ক্লাবের রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশের মতে, অধিকাংশ মরদেহ রান্নাঘর এলাকা থেকে উদ্ধার হওয়ায় ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই ক্লাবের কর্মচারী। এছাড়া ৩ থেকে ৪ জন পর্যটকের মরদেহও উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস আর সকাল পর্যন্ত উদ্ধার কাজ চলতে থাকে। ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে এবং কারও অবহেলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধির নাম 


























