
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেল সাক্ষাৎ এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের বিষয়ে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি ইমরান খানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তাকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেন।
এর আগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন। তার কয়েক ঘণ্টা পরই সরকার দর্শনার্থীদের কারাগারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী তারার জানান, “কোনো ধরনের সাক্ষাৎ এখন অনুমোদিত নয়। আইন লঙ্ঘন করে কেউ ইমরান খানের সঙ্গে দেখা করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, কারাগার থেকে কোনো ষড়যন্ত্র বা এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।
ইমরান খানের বোন উজমা খান দুই দিন আগে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কর্মকাণ্ডে ইমরান ক্ষুব্ধ। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি আছেন, এবং গত কয়েক সপ্তাহ তাঁর সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।
নিজস্ব/নিউজ টুডে 


























