
আজ দুপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
স্থানীয়রা অভিযোগ করেছে, চাঁদার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। অনুষ্ঠানস্থলে পৌঁছালে কিছু জনতা তার প্রতি ক্ষোভ প্রকাশ করে ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’ স্লোগান দিতে থাকে।এই ভীড়ের মধ্যে ফুয়াদকে নিরাপদে সরে আসতে হয়। ঘটনাস্থল থেকে তিনি দ্রুত চলে যান।
এরপর খবর পাওয়া গেছে, বাবুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নিজস্ব/নিউজ টুডে 

























