ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ

রাজধানীর গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার পর থেকেই উভয় পক্ষ ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে, তবে সঠিক সংখ্যা নিশ্চিত নয়।

ঘটনাস্থলে দেখা যায়, গ্রিন রোডে অবস্থান নেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে আলাদা রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহন ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর করা হয়।

ঠিক এক মাস আগে নিউমার্কেট থানার উদ্যোগে দুই কলেজের মধ্যে উত্তেজনা প্রশমনে ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গোলাপ হাতে ও বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় শিক্ষার্থী।

কিন্তু সেই অঙ্গীকার মাসখানেকও টিকল না। আজ ফের দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ

আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার পর থেকেই উভয় পক্ষ ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে, তবে সঠিক সংখ্যা নিশ্চিত নয়।

ঘটনাস্থলে দেখা যায়, গ্রিন রোডে অবস্থান নেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে আলাদা রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহন ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর করা হয়।

ঠিক এক মাস আগে নিউমার্কেট থানার উদ্যোগে দুই কলেজের মধ্যে উত্তেজনা প্রশমনে ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গোলাপ হাতে ও বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় শিক্ষার্থী।

কিন্তু সেই অঙ্গীকার মাসখানেকও টিকল না। আজ ফের দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।