
বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণে জাতিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উদ্যাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যেমন বড় স্বপ্ন দেখেছিলেন, আমরাও তেমন স্বপ্ন দেখতে পারি। তিনি স্বপ্ন দেখিয়ে গেছেন, আমরা সেই স্বপ্নকে আরও দূর পর্যন্ত নিয়ে যাব। প্রযুক্তির যুগে অসম্ভব—এমন কিছু নেই, শুধু মন থেকে সিদ্ধান্ত নিলেই এগিয়ে যাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নারীরা এখন নতুন শক্তি। এই সমাজই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে। নারীদের নেতৃত্বকে সামনে তুলে ধরার ওপর জোর দিয়ে তিনি বলেন, রোকেয়ার মতো শুধু লেখার প্রশংসায় সীমাবদ্ধ না থেকে বাস্তব পরিবর্তনে ঝাঁকুনি দিতে হবে সমাজকে।
ড. ইউনূস বলেন, শত বছর আগেই রোকেয়া নারী শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরতার কথা বলেছিলেন, যা আধুনিক উদ্যোক্তা ধারণার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। “সেই শিক্ষা থেকে আমরা এখনো শিখতে পারছি না,” বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নারী অগ্রদূতদের পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, তারা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানের নেতৃত্বের প্রতীক। তাদের কাজ ও চিন্তাধারা বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও উঁচু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























