ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

কালিয়াকৈরে ৩০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মিজান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন।গ্রেপ্তারকৃত মিজান কুতুবদিয়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা এবং ঘরের শয়নকক্ষের তোষকের নিচ থেকে আরও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিজানের বিরুদ্ধে পূর্বে চট্টগ্রাম, কালিয়াকৈর ও গাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন বলেন,“গ্রেপ্তারকৃত মিজানের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে মাদক মামলায় জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

কালিয়াকৈরে ৩০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মিজান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন।গ্রেপ্তারকৃত মিজান কুতুবদিয়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা এবং ঘরের শয়নকক্ষের তোষকের নিচ থেকে আরও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিজানের বিরুদ্ধে পূর্বে চট্টগ্রাম, কালিয়াকৈর ও গাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন বলেন,“গ্রেপ্তারকৃত মিজানের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে মাদক মামলায় জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।