
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চারতলা ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস এক ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রায় ১ হাজার ৬০০ বর্গফুট এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটি থেকে আটজনকে মৃত অবস্থায় এবং চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহতরা।
আগুনের উৎস এখনো নিশ্চিত নয়, তবে বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। এর আগের মাসেই পার্শ্ববর্তী হংকংয়ের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬০ জনের মৃত্যু হয়েছিল।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























