
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক শামীম হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে; তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং ট্রেনিং সেন্টারের ভেতরের সিসিটিভি ফুটেজসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























