
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি তুলে ধরতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে নির্বাচন ভবন থেকে কমিশনের গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সিইসির নেতৃত্বে সম্পূর্ণ কমিশনই এই সফরে অংশ নিয়েছে।
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া বর্তমান নাসির কমিশন কোনো বড় নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা ছাড়াই প্রথমবারের মতো জাতীয় ভোটের প্রস্তুতি পরিচালনা করছে। এই প্রস্তুতির বিস্তারিত কর্মপরিকল্পনা ও কমিশনের সক্ষমতা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন সিইসি।
সাক্ষাতের পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন, যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























