ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: চুরি ধরা পড়ায় গৃহকর্মী আয়েশার হত্যাকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, চুরি করতে গিয়ে ধরা পড়ায় আয়েশা হাতে থাকা ছুরি দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আয়েশার স্বামী রবিউল ইসলাম জানান, গৃহকর্মী আয়েশা বাসা থেকে কিছু জিনিস চুরি করার চেষ্টা করছিল। ধরা পড়ার পর তিনি তার হাতে থাকা ছুরি দিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ (৪৮) এবং তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-কে আঘাত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আয়েশা হত্যাকাণ্ডের চার দিন আগে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ওই বাসায় কাজ করতে শুরু করেন। ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন। দেড় ঘণ্টা পর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হন। পরে পুলিশের তল্লাশিতে বাথরুম থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়, যা দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদপুর থানার সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম নলছিটির কয়ার চর গ্রাম থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে।

নিহত লায়লা আফরোজ একজন গৃহিণী, আর তার মেয়ে নাফিসা স্থানীয় প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম উত্তরার সানবীমস স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক।

পুলিশ এখন দারোয়ান ও অন্যান্য সম্ভাব্য সহযোগীদেরকেও জিজ্ঞাসাবাদ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: চুরি ধরা পড়ায় গৃহকর্মী আয়েশার হত্যাকাণ্ড

আপডেট সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, চুরি করতে গিয়ে ধরা পড়ায় আয়েশা হাতে থাকা ছুরি দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আয়েশার স্বামী রবিউল ইসলাম জানান, গৃহকর্মী আয়েশা বাসা থেকে কিছু জিনিস চুরি করার চেষ্টা করছিল। ধরা পড়ার পর তিনি তার হাতে থাকা ছুরি দিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ (৪৮) এবং তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-কে আঘাত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আয়েশা হত্যাকাণ্ডের চার দিন আগে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ওই বাসায় কাজ করতে শুরু করেন। ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন। দেড় ঘণ্টা পর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হন। পরে পুলিশের তল্লাশিতে বাথরুম থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়, যা দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদপুর থানার সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম নলছিটির কয়ার চর গ্রাম থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে।

নিহত লায়লা আফরোজ একজন গৃহিণী, আর তার মেয়ে নাফিসা স্থানীয় প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম উত্তরার সানবীমস স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক।

পুলিশ এখন দারোয়ান ও অন্যান্য সম্ভাব্য সহযোগীদেরকেও জিজ্ঞাসাবাদ করছে।