
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের এমরাউক-উ জেলায় একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির সামরিক সরকারের বিমান বাহিনী। বুধবার সন্ধ্যার এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি তাদের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতালের এক কর্মী ওয়াই হুন অং এএফপিকে জানান, বোমা বিস্ফোরণের পর এলাকাজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। রাতভর উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, “অবস্থা অত্যন্ত করুণ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে।”
এএফপি জানায়, হামলার বিষয়ে সামরিক জান্তার কোনো মুখপাত্র মন্তব্য দিতে রাজি হননি।
গত কয়েক মাস ধরে রাখাইন প্রদেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। হামলার সত্যতা তারা নিজেরাও এক বিবৃতিতে স্বীকার করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে জান্তা বাহিনীর সঙ্গে অব্যাহত সংঘর্ষের মধ্যে অল্প সময়েই আরাকান থেকে সেনা ও জান্তাপন্থী গোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে এএ।
এদিকে, মিয়ানমারের সামরিক সরকার কয়েক মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও আরাকান আর্মিসহ বেশ কয়েকটি জান্তাবিরোধী গোষ্ঠী ইতোমধ্যে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























