ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সরকারের পদত্যাগ দাবিতে বুলগেরিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বুধবার রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহরে একইসঙ্গে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীরা সোফিয়ার পার্লামেন্ট ভবনে লেজার প্রক্ষেপণ করে “পদত্যাগ”, “মাফিয়া আউট” ও “সুষ্ঠু নির্বাচন চাই”—এমন স্লোগান প্রদর্শন করেন। তাদের দাবি, দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোতে গভীর সংস্কার প্রয়োজন।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর সরকারের বিরুদ্ধে ষষ্ঠ অনাস্থা প্রস্তাব।

সম্প্রতি সরকার প্রথমবারের মতো ইউরোতে প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে। সামাজিক সুরক্ষা খাতে অবদান ও লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকার পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে আন্দোলন থামেনি।

রাজনৈতিক অস্থিরতার কারণে গত চার বছরে দেশটিতে সাতটি জাতীয় নির্বাচন হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং “অলিগার্কি ও মাফিয়ার প্রভাব” দূর করতেই জনগণ রাস্তায় নেমেছে।

শাসক জোট ইতোমধ্যে জানিয়েছে, ১ জানুয়ারি ইউরোজোনে প্রবেশের আগে তারা পদত্যাগ করবে না। তবে বিরোধী দল ‘উই কনটিনিউ দ্য চেঞ্জ’ বলছে, সরকার বদলালেও ইউরোজোনে প্রবেশ প্রক্রিয়ায় কোনো বাধা হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সরকারের পদত্যাগ দাবিতে বুলগেরিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বুধবার রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহরে একইসঙ্গে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীরা সোফিয়ার পার্লামেন্ট ভবনে লেজার প্রক্ষেপণ করে “পদত্যাগ”, “মাফিয়া আউট” ও “সুষ্ঠু নির্বাচন চাই”—এমন স্লোগান প্রদর্শন করেন। তাদের দাবি, দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোতে গভীর সংস্কার প্রয়োজন।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর সরকারের বিরুদ্ধে ষষ্ঠ অনাস্থা প্রস্তাব।

সম্প্রতি সরকার প্রথমবারের মতো ইউরোতে প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে। সামাজিক সুরক্ষা খাতে অবদান ও লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকার পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে আন্দোলন থামেনি।

রাজনৈতিক অস্থিরতার কারণে গত চার বছরে দেশটিতে সাতটি জাতীয় নির্বাচন হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং “অলিগার্কি ও মাফিয়ার প্রভাব” দূর করতেই জনগণ রাস্তায় নেমেছে।

শাসক জোট ইতোমধ্যে জানিয়েছে, ১ জানুয়ারি ইউরোজোনে প্রবেশের আগে তারা পদত্যাগ করবে না। তবে বিরোধী দল ‘উই কনটিনিউ দ্য চেঞ্জ’ বলছে, সরকার বদলালেও ইউরোজোনে প্রবেশ প্রক্রিয়ায় কোনো বাধা হবে না।