ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সংকটাপন্ন হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

এর আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে এয়ার অ্যাম্বুলেন্সটি। চিকিৎসার জন্য হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

হাদির ওপর হামলার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তার এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচার চক্রের দুই সদস্য, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক এবং অপর এক নারী।

পুলিশের দাবি, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন এবং তিনি হাদির নির্বাচনী প্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে গেছে—এমন গুঞ্জনের বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হত্যাসহ নানা ধরনের হুমকি পাওয়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন শরিফ ওসমান হাদি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সংকটাপন্ন হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে

আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

এর আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে এয়ার অ্যাম্বুলেন্সটি। চিকিৎসার জন্য হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

হাদির ওপর হামলার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তার এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচার চক্রের দুই সদস্য, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক এবং অপর এক নারী।

পুলিশের দাবি, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন এবং তিনি হাদির নির্বাচনী প্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে গেছে—এমন গুঞ্জনের বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হত্যাসহ নানা ধরনের হুমকি পাওয়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন শরিফ ওসমান হাদি।