
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উত্তর বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজারো নেতা-কর্মী লাল-সবুজ রঙের গেঞ্জি পরিধান করে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। পুরো সীতাকুণ্ড যেন এ সময় লাল-সবুজের মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় এবং উপজেলা আমীর হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী।
বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, ঐক্য ও আত্মত্যাগের অনন্য প্রেরণা। তারা দেশ ও জাতির কল্যাণে বিজয় দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দোয়া করেন—আল্লাহ যেন এই চেতনায় আমাদের সুদৃঢ় রাখেন।
প্রতিনিধির নাম 






















