ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও সিন্ডিকেট: ড. মুহাম্মদ ইউনূস

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল ও সিন্ডিকেটকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস_২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দালালমুক্ত অভিবাসন নিশ্চিতের আহ্বান

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশগামী শ্রমিকদের দালালদের খপ্পর থেকে রক্ষা করা জরুরি। তিনি মালয়েশিয়া গমনেচ্ছুক ১৭ হাজার শ্রমিকের সমস্যার কথা উল্লেখ করে বলেন, “আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করার পর তিনি তাদের নিতে রাজি হয়েছেন। কিন্তু পুরো প্রক্রিয়াটি দালাল ও সিন্ডিকেটে ভরা, যেখানে সরকার অনেক দূরে অবস্থান করছে।”

সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া প্রসঙ্গ

সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, দেশের স্বার্থে আইন ভেঙে তারা বিপদে পড়েছিলেন। পরে দেশটির সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে তাদের মুক্ত করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করে যাচ্ছে।

জাপানে বিশাল কর্মসংস্থানের সুযোগ

জাপান সফরের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটিতে প্রচুর জনশক্তির অভাব রয়েছে। সেখানে অনেক ট্যাক্সি বন্ধ হয়ে আছে এবং মাইলের পর মাইল জমি চাষাবাদের অভাবে অনাবাদি পড়ে আছে। তিনি জানান, জাপান নেপাল থেকে ৭ হাজার লোক নিলেও বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র ২ হাজার। জাপানিদের চাহিদার প্রেক্ষিতে ড. ইউনূস তাদের জানিয়েছেন যে, ভাষা শিখলে বাংলাদেশ থেকে এক লাখ লোক পাঠানো সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও সিন্ডিকেট: ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল ও সিন্ডিকেটকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস_২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দালালমুক্ত অভিবাসন নিশ্চিতের আহ্বান

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশগামী শ্রমিকদের দালালদের খপ্পর থেকে রক্ষা করা জরুরি। তিনি মালয়েশিয়া গমনেচ্ছুক ১৭ হাজার শ্রমিকের সমস্যার কথা উল্লেখ করে বলেন, “আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করার পর তিনি তাদের নিতে রাজি হয়েছেন। কিন্তু পুরো প্রক্রিয়াটি দালাল ও সিন্ডিকেটে ভরা, যেখানে সরকার অনেক দূরে অবস্থান করছে।”

সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া প্রসঙ্গ

সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, দেশের স্বার্থে আইন ভেঙে তারা বিপদে পড়েছিলেন। পরে দেশটির সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে তাদের মুক্ত করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করে যাচ্ছে।

জাপানে বিশাল কর্মসংস্থানের সুযোগ

জাপান সফরের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটিতে প্রচুর জনশক্তির অভাব রয়েছে। সেখানে অনেক ট্যাক্সি বন্ধ হয়ে আছে এবং মাইলের পর মাইল জমি চাষাবাদের অভাবে অনাবাদি পড়ে আছে। তিনি জানান, জাপান নেপাল থেকে ৭ হাজার লোক নিলেও বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র ২ হাজার। জাপানিদের চাহিদার প্রেক্ষিতে ড. ইউনূস তাদের জানিয়েছেন যে, ভাষা শিখলে বাংলাদেশ থেকে এক লাখ লোক পাঠানো সম্ভব।