
পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নেভাতে নিয়োজিত রয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























