ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

২০২৫ সালের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২,৫৫৬ বাংলাদেশি গ্রেপ্তার: লোকসভায় তথ্য

চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

লোকসভায় তিনি বলেন, এ বছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভুটান— এই পাঁচ দেশের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মোট ৩ হাজার ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যাই সর্বাধিক।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যে জানা যায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মিয়ানমার সীমান্ত থেকে ৪৩৭ জন, পাকিস্তান সীমান্ত থেকে ৪৯ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্ত থেকে ৭৮ জনকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নিত্যানন্দ রায় আরও জানান, গত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে ভারতে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীদের মধ্যেও শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। এই সময়ের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন বাংলাদেশি। একই সময়ে ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে ভারত সরকার।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশসহ ছয়টি দেশের স্থলসীমান্ত রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তই সবচেয়ে দীর্ঘ, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ দশমিক ৯০ কিলোমিটার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৫ সালের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২,৫৫৬ বাংলাদেশি গ্রেপ্তার: লোকসভায় তথ্য

আপডেট সময় : ০৬:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

লোকসভায় তিনি বলেন, এ বছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভুটান— এই পাঁচ দেশের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মোট ৩ হাজার ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যাই সর্বাধিক।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যে জানা যায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মিয়ানমার সীমান্ত থেকে ৪৩৭ জন, পাকিস্তান সীমান্ত থেকে ৪৯ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্ত থেকে ৭৮ জনকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নিত্যানন্দ রায় আরও জানান, গত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে ভারতে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীদের মধ্যেও শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। এই সময়ের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন বাংলাদেশি। একই সময়ে ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে ভারত সরকার।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশসহ ছয়টি দেশের স্থলসীমান্ত রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তই সবচেয়ে দীর্ঘ, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ দশমিক ৯০ কিলোমিটার।