ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সাড়ে ২২ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সাড়ে ২২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় সাড়ে ৮৭ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম। চার্জশিটে আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি এবং তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানকে সহযোগী আসামি করা হয়েছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, কামাল জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া তার নয়টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তে বাড়ি নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ অর্থ গোপনে পরিবারের সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কামালের মামলায় চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সাড়ে ২২ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আপডেট সময় : ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সাড়ে ২২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় সাড়ে ৮৭ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম। চার্জশিটে আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি এবং তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানকে সহযোগী আসামি করা হয়েছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, কামাল জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া তার নয়টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তে বাড়ি নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ অর্থ গোপনে পরিবারের সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কামালের মামলায় চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলো।