ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

গাজা সিটিতে বিয়ের আসরে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৬

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, যুদ্ধের সময় তুফাহ এলাকার বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সেই রকমই একটি স্কুলের দোতলায় কয়েকটি পরিবারের অংশগ্রহণে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ সেখানে বোমা হামলা চালানো হয়। হামলার পেছনের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আইডিএফ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই বছর ধরে চলা ওই অভিযানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি আহত হন। পুরো গাজা উপত্যকাই পরিণত হয় ধ্বংসস্তূপে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত তিন ধাপের শান্তি পরিকল্পনার আওতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রথম ধাপের মেয়াদ প্রায় শেষের দিকে। দ্বিতীয় ধাপ শুরুর জন্য দুই পক্ষের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতির মধ্যেই গাজায় এই বোমা হামলার ঘটনা ঘটল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও অন্তত দেড় শতাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

গাজা সিটিতে বিয়ের আসরে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৬

আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, যুদ্ধের সময় তুফাহ এলাকার বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সেই রকমই একটি স্কুলের দোতলায় কয়েকটি পরিবারের অংশগ্রহণে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ সেখানে বোমা হামলা চালানো হয়। হামলার পেছনের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আইডিএফ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই বছর ধরে চলা ওই অভিযানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি আহত হন। পুরো গাজা উপত্যকাই পরিণত হয় ধ্বংসস্তূপে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত তিন ধাপের শান্তি পরিকল্পনার আওতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রথম ধাপের মেয়াদ প্রায় শেষের দিকে। দ্বিতীয় ধাপ শুরুর জন্য দুই পক্ষের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতির মধ্যেই গাজায় এই বোমা হামলার ঘটনা ঘটল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও অন্তত দেড় শতাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।