ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া উপহার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের জবাবদিহিতা আদালতের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারেই আদালতের এজলাস বসানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। আদালতের রায়ে কারাদণ্ডের পাশাপাশি ইমরান খান ও বুশরা বিবিকে প্রত্যেককে এক কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তোশাখানা সংক্রান্ত দুটি মামলায় তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর প্রায় দেড় বছর পর ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হলেও পরে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। এর আগেও তোশাখানা সংক্রান্ত একটি মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। তবে পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা মওকুফ করেন।

তোশাখানা হলো পাকিস্তানের একটি সরকারি বিভাগ, যেখানে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা বিদেশি রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া উপহার জমা দেন। আইন অনুযায়ী, এসব উপহার সরকার নির্ধারিত মূল্যে কিনে নেওয়ার সুযোগ থাকলেও সেগুলো গোপন করা বা কম দামে বিক্রি করা অপরাধ হিসেবে বিবেচিত হয়।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ৫৮টি মূল্যবান উপহার গ্রহণ করেন, যার সবগুলো তোশাখানায় জমা দেননি। এছাড়া কিছু উপহার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কিনে বাইরে বিক্রি করেছেন। বিক্রি করা উপহারগুলোর মধ্যে দামি হাতঘড়িও রয়েছে, যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ রুপি।
এই রায়ের ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া উপহার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের জবাবদিহিতা আদালতের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারেই আদালতের এজলাস বসানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। আদালতের রায়ে কারাদণ্ডের পাশাপাশি ইমরান খান ও বুশরা বিবিকে প্রত্যেককে এক কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তোশাখানা সংক্রান্ত দুটি মামলায় তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর প্রায় দেড় বছর পর ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হলেও পরে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। এর আগেও তোশাখানা সংক্রান্ত একটি মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। তবে পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা মওকুফ করেন।

তোশাখানা হলো পাকিস্তানের একটি সরকারি বিভাগ, যেখানে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা বিদেশি রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া উপহার জমা দেন। আইন অনুযায়ী, এসব উপহার সরকার নির্ধারিত মূল্যে কিনে নেওয়ার সুযোগ থাকলেও সেগুলো গোপন করা বা কম দামে বিক্রি করা অপরাধ হিসেবে বিবেচিত হয়।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ৫৮টি মূল্যবান উপহার গ্রহণ করেন, যার সবগুলো তোশাখানায় জমা দেননি। এছাড়া কিছু উপহার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কিনে বাইরে বিক্রি করেছেন। বিক্রি করা উপহারগুলোর মধ্যে দামি হাতঘড়িও রয়েছে, যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ রুপি।
এই রায়ের ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।