
ধামরাই ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা আশাবোন মডেল স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ-এর পক্ষ থেকে এই মানবিক সহায়তা ও দোয়া সভার আয়োজন করা হয়।
নান্নার ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ কবির।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ কবির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ সমবেত হয়েছি। একইসঙ্গে এই তীব্র শীতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
মোঃ খলিলুর রহমান, সাবেক সহ-সভাপতি, নান্নার ইউনিয়ন বিএনপি।
-
মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপি নেতা।
-
আব্দুর রশিদ, স্থানীয় বিএনপি নেতা।
-
মোঃ রুবেল হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, আশা বোন মডেল স্কুল।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর এলাকার কয়েকশ সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।
প্রতিনিধির নাম 






















