
মদিনার পবিত্র মসজিদে নববীর অন্যতম প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
শেখ ফয়সাল নোমান ছিলেন এক নিবেদিতপ্রাণ ধর্মীয় ব্যক্তিত্ব। বংশপরম্পরায় তিনি এই মহান দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০১ খ্রিষ্টাব্দে (১৪২২ হিজরি) তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। তার দাদা ও বাবাও একই পবিত্র স্থানে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তার সুমধুর আজান মদিনার আকাশে ধ্বনিত হয়েছে, যা বিশ্বজুড়ে লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। তার প্রয়াণে মুসলিম উম্মাহর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























