
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পুলিশের একটি গাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কারাকের গুরগুরি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হামলাকারীরা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায়, যার ফলে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পরপরই বিশাল পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া এলাকায় সাম্প্রতিক সময়ে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি মাসেই বেশ কয়েকটি আত্মঘাতী ও বন্দুক হামলায় একাধিক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























